লেনদেন বাড়ছে বিবিএস কেবলসের

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাড়ছে প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস কেবলসের লেনদেন। গতকাল ৩ হাজার ৯৮২ বারে এ কোম্পানির মোট ২৫ লাখ ২৩ হাজার ৫টি শেয়ারের লেনদেন হয়। ফলে কোম্পানিটি উঠে আসে লেনদেনের শীষর্ তালিকার চতুথর্ স্থানে। লেনদেনের পাশাপাশি শেয়ারটির দরেও রয়েছে ঊধ্বর্মুখী প্রবণতা। গতকাল বিবিএস কেবলস শেয়ারের সবের্শষ দর ৪ দশমিক ৪৭ শতাংশ বা ৫ টাকা ৬০ পয়সা বেড়ে দাঁড়ায় ১৩১ টাকায়। জানা গেছে, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোডের্র (বিআরইবি) প্রকল্পে ৯৩ কোটি ৬০ লাখ ৬৯ হাজার ১৮০ টাকার পণ্য সরবরাহের কাজ পেয়েছে বিবিএস কেবলস। স¤প্রতি কোম্পানিটিকে ‘নোটিফিকেশন অব অ্যাওয়াডর্’ (এনওএ) দিয়েছে বিআরইবি। এনওএ অনুসারে, শতভাগ রুরাল ইলেকট্রিফিকেশন প্রকল্পের জন্য ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ২৪ হাজার ২৪২ কিলোমিটার কন্ডাক্টর সরবরাহ করবে বিবিএস কেবলস। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে বিবিএস কেবলস। এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ১২ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দঁাড়ায় ১৯ টাকা ১৭ পয়সায়। এদিকে ২০১৮ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ৫ টাকা ৮৪ পয়সা ইপিএস দেখিয়েছে কোম্পানিটি।