বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বস্নক মার্কেটে ২১ কোটি টাকা লেনদেন

যাযাদি রিপোর্ট
  ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বস্নক মার্কেটে মোট ২৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৭ লাখ ৬২ হাজার ৮৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ১৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বস্নক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। রবি ২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এসএস স্টিল ২ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

বস্নক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাক্টিভ ফাইন, বিবিএস, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল, সিএপিএমআইবিবিএল মিউচু্যয়াল ফান্ড, সিটি ব্যাংক, সিভিও পেট্রো কেমিক্যাল, ডিবিএইচ, এনার্জি প্যাক, জেনারেশন নেক্সট, ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, কেপিপিএল, এমএল ডাইং, প্যারামাউন্ট ইন্সু্যরেন্স, পিপলস ইন্সু্যরেন্স, ফনিক্স ফিন্যান্স, পাওয়ার গ্রিড, প্রগ্রেসিভ লাইফ ইন্সু্যরেন্স, সায়হাম কটন, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্সু্যরেন্স, স্কয়ার ফার্মা ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে