বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৯২ দেশকে বিনা লাভে ৪ কোটি ভ্যাকসিন দেবে ফাইজার

যাযাদি ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২১, ০০:০০

বিশ্বের দরিদ্র দেশগুলোকে অলাভজনকভাবে চার কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে ফাইজার-বায়োএনটেক। গত শুক্রবার এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করে জার্মান-মার্কিন ভ্যাকসিন নির্মাতা জোটটি। কোভ্যাক্স পরিবারের ওই ভ্যাকসিনটি উৎপাদন মূল্যে পাবে তালিকাভুক্ত দেশগুলো। খবর এএফপি।

করোনাভাইরাস রোধে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে, তবে সেগুলোর বেশির ভাগই উন্নত দেশ। এ তালিকায় দরিদ্র দেশগুলো নেই। এ দেশগুলো কবে নাগাদ ভ্যাকসিন পাবে তাও অনিশ্চিত। এমন প্রেক্ষাপটে বিশ্বব্যাপী করোনাভাইরাসের টিকার সুষম বণ্টন নিশ্চিতের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে উৎপাদন মূল্যে টিকা সরবরাহের ঘোষণা দিল ফাইজার। কোভ্যাক্সের তালিকায় বিশ্বের ৯২টি দেশ রয়েছে, যেগুলো নিম্ন ও নিম্ন মধ্য আয়ের দেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে