বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উৎপাদন বাড়লেও ইস্পাত রপ্তানি কমিয়েছে তুরস্ক

যাযাদি ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

২০২০ সাল শেষ হয়েছে। তবে অপরিশোধিত ইস্পাত উৎপাদনের বার্ষিক হিসাব এখনো প্রকাশ করেনি টার্কিশ স্টিল প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক প্রতিবেদনে বছরের প্রথম ১১ মাসে শিল্প ধাতুটির উৎপাদনের তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ২০২০ সালের জানুয়ারি-নভেম্বর সময়ে তুরস্কে ইস্পাত উৎপাদনে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে। তবে উৎপাদন বাড়লেও একই সময়ে তুরস্ক থেকে শিল্প ধাতুটির রপ্তানি কমেছে ৮ শতাংশ। খবর আনাদোলু নিউজ এজেন্সি।

টার্কিশ স্টিল প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের প্রথম ১১ মাসে দেশটিতে সব মিলিয়ে ৩ কোটি ২৪ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদন বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম ১১ মাসে তুরস্ক থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ কোটি ৪৮ লাখ টন ইস্পাত রফতানি হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় গত জানুয়ারি-নভেম্বর সময়ে দেশটি থেকে শিল্প ধাতুটির রফতানি কমেছে ৭ দশমিক ৮ শতাংশ। বাড়তি উৎপাদনের পরও ইস্পাত রফতানিতে মন্দা ভাব বজায় থাকার পেছনে করোনা মহামারি এবং এর জের ধরে পণ্যবাহী কার্গো সংকটকে দায়ী করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২০ সালের জানুয়ারি-নভেম্বর সময়ে আন্তর্জাতিক বাজার থেকে তুরস্কের আমদানিকারকরা সব মিলিয়ে ১ কোটি ১৫ লাখ টন ইস্পাত আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৫ শতাংশ বেশি।

এদিকে মাসভিত্তিক হিসাবে গত নভেম্বরে তুরস্কে সব মিলিয়ে ৩২ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে টার্কিশ স্টিল প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন। এক বছরের ব্যবধানে দেশটিতে শিল্প ধাতুটির উৎপাদনে ১১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে।

প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, গত বছরের নভেম্বরে তুরস্ক থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১৫ লাখ টন ইস্পাত রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় এক-চতুর্থাংশ বা ২৫ শতাংশ বেশি। এ সময় ইস্পাত রফতানি করে তুরস্কের রফতানিকারকদের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। ইস্পাতের রফতানি আয় দাঁড়িয়েছে ৮১ কোটি ৮০ লাখ ডলারে।

গত বছরের নভেম্বরে তুরস্কের আমদানিকারকরা ৭৭ কোটি ডলার খরচ করে সব মিলিয়ে ১১ লাখ টন ইস্পাত আমদানি করেছেন। এক বছরের ব্যবধানে দেশটিতে শিল্প ধাতুটির আমদানি ২৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। শিল্প ধাতুটির আমদানি ব্যয় বেড়েছে ২২ দশমিক ৯ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে