মিডল্যান্ড ব্যাংকে নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

প্রকাশ | ২৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
মাস্টার আবুল কাশেম
মিডল্যান্ড ব্যাংকে নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিলুফার জাফরুল্লাহ, এম.পি. ও মাস্টার আবুল কাশেম মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পষের্দর যথাক্রমে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান হিসেবে নিবাির্চত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত পরিচালনা পষের্দর ৭৬তম সভায় পরিচালকরা সবর্ সম্মতিক্রমে তাদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হিসেবে নিবাির্চত করেন। নিলুফার জাফরুল্লাহ ২০১৩ সাল থেকে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি ১০তম জাতীয় সংসদের একজন সংসদ সদস্য। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভাসিির্ট বাংলাদেশ (আইইউবি) এবং চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভাসিির্টর (সিআইইউ) ট্রাস্টি বোডের্র সদস্য। তিনি হংকং সাংহাই মানজালা টেক্সটাইল লিমিটেডের পরিচালক এবং বেগম জেবুন্নেসা ও কাজী মহাব্বুল্লাহ জনকল্যাণ ট্রাস্টের ডোনার ট্রাস্টি। মিসেস নিলুফার জাফরুল্লাহ জোনটা ইন্টারন্যাশনালের আজীবন সদস্য হিসেবে বিশ্বব্যাপী ও স্থানীয় পযাের্য় নারীদের আইনি, রাজনৈতিক, অথর্নীতি, স্বাস্থ্য ও পেশাগত অবস্থা উন্নত করার জন্য সহায়তা দান করে আসছেন। মাস্টার আবুল কাশেম মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক। তিনি ২৬ বছর লৌহ ও ইস্পাত শিল্পের সঙ্গে জড়িত। তিনি ২০০৯, ২০১০, ২০১১ এবং ২০১৬ সাল পযর্ন্ত চার বছরে চট্টগ্রাম জেলার সবোর্চ্চ করদাতা মনোনীত হন। তিনি চট্টগ্রাম সিনিয়র ক্লাব লিমিটেড ও সীতাকুÐ কমিউনিটি পুলিশ কমিটির সদস্য, সীতাকুÐ সমিতির চট্টগ্রাম ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য। তিনি ভাটেরখীল উচ্চবিদ্যালয়, সীতাকুÐের আজীবন দাতা সদস্য। তিনি মাদার স্টিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ম্যাক করপোরেশন এবং মাস্টার স্টিল রি-রোলিং মিলস্্ের স্বত্বাধিকারী এবং এআইবিএল ক্যাপিটাল মাকের্ট সাভিের্সর একজন শেয়ারহোল্ডার। বিজ্ঞপ্তি