শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন ব্রোকারেজ হাউসকে ৯ লাখ টাকা জরিমানা

যাযাদি রিপোর্ট
  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

অনিয়ম করায় তিন ব্রোকারেজ হাউসকে নয় লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্রোকারেজ হাউস তিনটি হলো- নেক্সাস সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ ও ফার্স্ট লিড সিকিউরিটিজ।

এর মধ্যে নেক্সাস সিকিউরিটিজ ও এমটিবি সিকিউরিটিজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার। আর ফার্স্ট লিড সিকিউরিটিজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ট্রেকহোল্ডার।

বুধবার অনুষ্ঠিত ৭৬৩তম নিয়মিত কমিশন সভায় এই জরিমানা করা হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন।

তিনি জানান, বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙের দায়ে নেক্সাস সিকিউরিটিজকে দুই লাখ ও এমটিবি সিকিউরিটিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে ফার্স্ট লিড সিকিউরিটিজের বিরুদ্ধে সিরাজুল হক, নাসিমা বেগম, ড. এমএ আহাদ ও আয়েশা তাসনিম ইশিতার অভিযোগের ভিত্তিতে সিকিউরিটিজ ভঙ্গ প্রমাণিত হওয়ায় হাউসটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে