বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক চুক্তি সই

প্রকাশ | ০৩ মার্চ ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্যাংকের 'টেকনোলজি ডেভেলপমেন্ট, আপগ্রেডেশন ফান্ড'-এর এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশ নিতে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। গত জানুয়ারি মাসে রপ্তানিমুখী শিল্প খাতের আধুনিকায়ন এবং প্রযুক্তিগত বিকাশ ও উন্নয়নের জন্য এই পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে বাণিজ্যিক ঋণের হারের চাইতে কম হারে ঋণ নিতে পারবেন রপ্তানিমুখী শিল্প খাতের প্রতিষ্ঠানসমূহ। বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফিন্যান্স ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক খোন্দকার মোর্শেদ মিলাত এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন গত ২৫শে ফেব্রম্নয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফিন্যান্স ডিপার্টমেন্টের উপমহাব্যবস্থাপক চৌধুরী লিয়াকত আলী এবং ব্র্যাক ব্যাংকের সাস্টেইনেবল ফিন্যান্স ইউনিটের সিনিয়র ম্যানেজার ও ফোকাল পয়েন্ট শাহরিয়ার রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি