ভারতে তৈরি হচ্ছে আইফোন ৬এস

প্রকাশ | ০২ জুলাই ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতে আইফোন ৬এসের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে মাকির্ন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। আইফোন এসইর পর আইফোন ৬এস দেশটি থেকে উৎপাদন করা হচ্ছে। অ্যাপল পণ্য সরবরাহকারী তাইওয়ানভিত্তিক উইস্ট্রনের বেঙ্গালুরুর কারখানায় আইফোনের জনপ্রিয় এ সংস্করণটির উৎপাদন শুরু হয়েছে গত সপ্তাহে। খবর ইকোনমিক টাইমস। সংশ্লিষ্ট সূত্রমতে, বৈশ্বিক বাজারে আইফোনের পুরনো বেশকিছু সংস্করণের এখনো উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। সাশ্রয়ী মূল্যে যারা আইফোন পেতে চান, তাদের কথা বিবেচনা করে ভারত থেকে আইফোনের পুরনো সংস্করণগুলোর উৎপাদন করছে অ্যাপল। এসব ডিভাইস দিয়ে ভারতীয় গ্রাহকদের চাহিদা পূরণে জোর দিচ্ছে। ভারতে তৈরি আইফোন বিশ্বব্যাপী সরবরাহ করা হবে কিনা, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। উইস্ট্রনের একই কারখানায় গত বছর মে মাসে আইফোন এসই উৎপাদন শুরু করেছিল অ্যাপল। উইস্ট্রন তাদের ভারতীয় কারখানায় দুই মডেলের আইফোন উৎপাদন করছে। ২০১৫ সালের সেপ্টেম্বরে বাজারে ছাড়া হয় আইফোন ৬এস। আইফোন ৬ ও ৬এস দিয়ে তুলনামূলক বড় ডিসপ্লের স্মাটের্ফান বাজারে প্রবেশ করে অ্যাপল। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির সবচেয়ে জনপ্রিয় আইফোনের মডেল মনে করা হয় আইফোন ৬এস ডিভাইসটিকে। ভারতে তৈরি আইফোন ৬এস কয়েক মাসের মধ্যেই বাজারে ছাড়া হবে। আইফোন এসইর মতো এ ডিভাইসও আপাতত শুধু ভারতের বাজারেই বিক্রির পরিকল্পনা রয়েছে অ্যাপলের। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্মাটের্ফানের দ্বিতীয় বৃহৎ বাজার এখন ভারত। দেশটির অনেক গ্রাহক আইফোন ব্যবহারে আগ্রহী। কিন্তু চড়া দামের কারণে আইফোনের নতুন সংস্করণগুলো অনেকেই ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। এ কারণে স্থানীয়ভাবে ডিভাইস উৎপাদনে জোর দিচ্ছে অ্যাপল। ‘মেড ইন ইন্ডিয়া’ ট্যাগযুক্ত আইফোন ৬এস এর আগে ভারতে তৈরি আইফোন এসইর মতোই শুধু ভারতের বাজারের জন্য তৈরি করা হচ্ছে।