মন্দাবাজারে বীমা কোম্পানির মহাদাপট

প্রকাশ | ১১ এপ্রিল ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
বেশির ভাগ প্রতিষ্ঠানের দরপতনের মধ্য দিয়ে গেল সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে। দরপতনের তালিকায় নাম লিখিয়েছে ৫৬ শতাংশ প্রতিষ্ঠান। শেয়ারবাজারের এমন দুর্দিনে শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে মহাদাপট দেখিয়েছে বীমা খাত। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ ১০টি স্থানের নয়টিই দখল করেছে বীমা খাতের কোম্পানি। এর মধ্যে শীর্ষ ৬টি স্থানই রয়েছে বীমা কোম্পানির দখলে। গেল সপ্তাহে বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল দেশ জেনারেল ইন্সু্যরেন্স। ফলে সপ্তাহজুড়েই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে। এর মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে। ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৯ দশমিক ৬৮ শতাংশ। টাকার অঙ্কে বেড়েছে ৯ টাকা ৮০ পয়সা। সপ্তাহ শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৪ টাকা ৫০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ২৪ টাকা ৭০ পয়সা। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের চাহিদের শীর্ষে চলে আসায় এক শ্রেণির বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। এতে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৮ কোটি ৯ লাখ ৫৭ হাজার টাকা। দাম বাড়ার শীর্ষ তালিকায় দেশ জেনারেল ইন্সু্যরেন্সের পরেই রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্সু্যরেন্স। গেল সপ্তাহে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩৪ দশমিক ১৯ শতাংশ। দাম বাড়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রভাতী ইন্সু্যরেন্স। গেল সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩২ দশমিক ২৯ শতাংশ। ২১ দশমিক ৩২ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে পূরবী জেনারেল ইন্সু্যরেন্স। সর্বোচ্চ দাম বাড়ার পঞ্চম তালিকায় রয়েছে নর্দান ইসলামী ইন্সু্যরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২০ দশমিক ৯২ শতাংশ। পরের স্থানে থাকা রূপালী ইন্সু্যরেন্সের শেয়ার দাম বেড়েছে ২০ দশমিক ৮৮ শতাংশ। বীমা কোম্পানির বাইরে শীর্ষ ১০-এ স্থান পাওয়া একমাত্র কোম্পানি আরএকে সিরামিক। সর্বোচ্চ দাম বাড়ার তালিকায় সপ্তম স্থানে থাকা এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৮ দশমিক ৯৪ শতাংশ। এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা সোনার বাংলা ইন্সু্যরেন্সের ১৮ দশমিক ৭২ শতাংশ, ফেডারেল ইন্সু্যরেন্সের ১৭ দশমিক ৯৯ শতংশ এবং কন্টিনেন্টাল ইন্সু্যরেন্সের ১৭ দশমিক ৭০ শতাংশ দাম বেড়েছে।