নতুন সভাপতি ফারুক হাসান

বিজিএমইএ'র নতুন বোর্ডের দায়িত্ব গ্রহণ

প্রকাশ | ১৪ এপ্রিল ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার বিজিএমইএ'র পিআর অ্যান্ড মিডিয়া সেল, গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে। এ সময় বিদায়ী বোর্ডের সদস্যরা নতুন সভাপতি ফারুক হাসানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাত আনোয়ার। ২০২১-২০২৩ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ফারুক হাসান। নতুন কমিটির প্রথম সহসভাপতি হলেন চট্টগ্রামের সৈয়দ নজরুল ইসলাম। এছাড়া সংগঠনটির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন এস এম মান্নান কচি। বাকি পাঁচজন সহসভাপতি হলেন শহীদউলস্নাহ আজিম (ঢাকা), খন্দকার রফিকুল ইসলাম (ঢাকা), মিরান আলী (ঢাকা), মো. নাছির উদ্দিন (ঢাকা) এবং রকিবুল আলম চৌধুরী (চট্টগ্রাম)। এর আগে গত ৪ এপ্রিল বিজিএমইএ'র দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফারুক হাসানের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ ঢাকা ও চট্টগ্রামের ৩৫ পরিচালক পদের মধ্যে ২৪টিতে বিজয়ী হয়। আর বর্তমান সভাপতি ড. রুবানা হকের সমর্থিত প্যানেল ফোরাম থেকে জয়ী হন ১১ জন। নির্বাচনে সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন- প্যানেল লিডার ফারুক হাসান, এস এম মান্নান কচি, আরশাদ জামাল দিপু, শহিদুলস্নাহ আজিম, শিরিন সালাম ঐশি, আসিফ আশরাফ, মহিউদ্দিন রুবেল, তানভির আহমেদ, মো. খশরু চৌধুরী, আব্দুলস্নাহিল রাকিব, হারুন অর রশিদ, রাজিব চৌধুরী, মিরান আলী, খন্দকার রফিকুল ইসলাম, ইমরানুর রহমান, নাসির উদ্দীন, সাজ্জাদুর রহমান মৃধা শিপন। ফোরামের বিজয়ীরা হলেন ড. রুবানা হক, মাহমুদ হাসান খান বাবু, এম এ রহিম ফিরোজ, আসিফ ইব্রাহিম, ফয়সাল সামাদ, নাভিদুল হক, ভিদিয়া আমৃত খান, ইনামুল হক খান বাবলু, মিজানুর রহমান। চট্টগ্রাম সম্মিলিত পরিষদের ছয়জন বিজয়ী হয়েছেন। তারা হলেন- সৈয়দ নজরুল ইসলাম, এ এম শফিকুল করিম খোকন, মো. হাসান জেকি, তানভির হাবিব, আহসানুল হক, রাকিবুল আলম চৌধুরী। ফোরামের বিজয়ী তিনজন হলেন- এম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ আব্দুস সালাম এবং মোহাম্মদ আতিক।