মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২৪০ কোটি ডলার লোকসানে ইউনাইটেড এয়ারলাইনস

যাযাদি ডেস্ক
  ২২ এপ্রিল ২০২১, ০০:০০

আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ থাকার ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম প্রান্তিকেও (জানুয়ারি-মার্চ) বিপুল লোকসানের মুখে পড়েছে ইউনাইটেড এয়ারলাইনস। জ্বালানি ব্যয় বৃদ্ধি ও কোভিড-১৯ মহামারির অব্যাহত প্রভাবে কম ফ্লাইট পরিচালিত হওয়ায় ২৪০ কোটি ডলার নিট লোকসান গুনতে হচ্ছে সংস্থাটিকে। যেখানে বিশ্লেষকরা ১২৩ কোটি ডলার লোকসানের পূর্বাভাস দিয়েছিলেন। খবর রয়টার্স।

সংস্থাটি জানিয়েছে, এ সময়কালে জ্বালানি ব্যয় আগের তিন মাসের তুলনায় ৩০ শতাংশ বা প্রতি গ্যালন ১ দশমিক ৭৪ ডলার বেড়েছে। পাশাপাশি যাত্রী সংখ্যা ২০২০ সালের একই সময়ের তুলনায় প্রায় ৫২ শতাংশ কমে গেছে। দ্বিতীয় প্রান্তিকে জ্বালানি ব্যয় আরও ৫ শতাংশ বৃদ্ধির আশঙ্কা করছে সংস্থাটি। মার্কিন এ উড়োজাহাজ সংস্থা অবশ্য চলতি বছরের শেষে লাভজনক অবস্থায় ফেরার পূর্বাভাস দিয়েছে। সংস্থাটি বলেছে, আরও বেশি লোক ভ্রমণ করতে ইচ্ছুক হওয়ায় নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে