অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভ্রমণ শুরু

প্রকাশ | ২২ এপ্রিল ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
এক বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার বাসিন্দারা নিউজিল্যান্ডে অবাধ ভ্রমণের সুযোগ পেয়েছে। সোমবার অকল্যান্ড বিমানবন্দরে হয়ে গেল যেন মহাপুনর্মিলন। দীর্ঘ প্রতীক্ষার পর অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ট্রাভেল বাবল চালু করেছে। দুই দেশের বাসিন্দাদের ভ্রমণ করতে এখন আর কোয়ারেন্টিন পালনের প্রয়োজন নেই। দীর্ঘদিন পর এমন সুযোগ পেয়ে সোমবার হাজারো যাত্রী উড়োজাহাজের টিকিট কেটে রেখেছিল। খবর বিবিসি। কঠোর বিধিনিষেধের কারণে দুই দেশই করোনা সংক্রমণের হার কম রাখতে পেরেছে। সোমবার ভোর হওয়ার আগেই নিউজিল্যান্ডের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অস্ট্রেলীয় বাসিন্দারা দেশটির বিমানবন্দরে এসে জমা হতে থাকে। সিডনি বিমানবন্দরের যাত্রী ডন ট্র্যাট বিবিসিকে বলেছেন, 'বুঝতে পারিনি আজ আমি এতটা আবেগতাড়িত হয়ে যাব।' বেশিরভাগ যাত্রী প্রিয়জনের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় ছিল। অবশ্য কারও কারও কাছে এটি ছিল স্মরণীয় ঘটনা। সিডনির জন পালাগি বলেন, 'আমার বড় ভাই গত বৃহস্পতিবার মারা গেছেন। আমরা তখন যেতে পারিনি। কিন্তু এখন কোয়ারেন্টিন ছাড়াই যাওয়ার সুযোগ পেয়েছি। গিয়ে তাকে শেষ বিদায়টা দিতে পারব। সেদিক চিন্তা করে খুবই ভালো লাগছে।' মহামারির প্রথম ঢেউয়ের প্রকোপে গত বছরের মার্চে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের সীমান্ত বন্ধ করে দেয় এবং দুই দেশে ভ্রমণের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিন ব্যবস্থা চালু করে।