শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের ২০ বছর পূর্তি উদ্‌যাপন

প্রকাশ | ১২ মে ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০০১ সালের ১০ মে কার্যক্রম শুরু করে সম্পূর্ণ ইসলামী শরীয়াহ্‌ মোতাবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে এবং সফলভাবে ২০ বছর সমাপ্ত করেছে। ব্যাংকের ২০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে ১১ মে করপোরেট প্রধান কার্যালয়সহ সব শাখায় ও উপ-শাখায় পবিত্র কোরআন খতম এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ডিজিটাল পস্ন্যাটফর্মে দরূদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহ্‌ফিলে দেশ ও জাতির বৃহৎ কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মো. সানাউলস্নাহ সাহিদ এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলাম ডিজিটাল পস্ন্যাটফর্মে আয়োজিত উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন মিয়া, পরিচালকবৃন্দ আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোলস্না, ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, স্বতন্ত্র পরিচালক কে এ এম মাজেদুর রহমান ও নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. শাহ্‌জাহান সিরাজ, এম. আখতার হোসেন ও মিঞা কামরুল হাসান চৌধুরী, পাবলিক রিলেশন্স ডিভিশনের প্রধান ও ইভিপি মো. সামছুদ্দোহা এবং কোম্পানি সচিব মো. আবুল বাশারসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরিয়াহ্‌ বিভাগের প্রধান ও এভিপি মাওলানা মো. ফরিদ উদ্দিন। শাহ্‌জালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২০০১ সালের ১০ মে থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু করে এবং দেশের বিভিন্ন অঞ্চলে এ পর্যন্ত ১৩২টি শাখা, ২টি উপ-শাখা, ২টি প্রাইওরিটি ব্যাংকিং ইউনিট, অফশোর ব্যাংকিং ইউনিট, উলেস্নখযোগ্য সংখ্যক এটিএম বুথ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে গ্রাহকদেরকে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উন্নত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত এ ব্যাংকের মোট আমানত ২১,৯৯৪.০০ (একুশ হাজার নয়শত চৌরানব্বই) কোটি টাকা ও মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ১৯,৫৪০.০০ (উনিশ হাজার পাঁচশত চলিস্নশ) কোটি টাকা। ১ জানুয়ারি ২০২১ থেকে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত মোট আমদানি ও রপ্তানি বাণিজ্যের মোট পরিমাণ প্রায় ১৩,০৪৪.০০ (তের হাজার চুয়ালিস্নশ) কোটি টাকা। বর্তমানে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা ৯,৯৯,০০০ জন। বিজ্ঞপ্তি