বিনা প্রতিদ্ব›িদ্বতায় ডিবিএ ১৫ পরিচালক নিবাির্চত

প্রকাশ | ১৩ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ডিএসই ব্রোকাসর্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) নিবার্চনে গত ১০ অক্টোবর ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন। ওইদিন পযর্ন্ত ১৫টি পরিচালকের পদের বিপরীতে ১৫ জন মনোয়ন দাখিল করেছেন। ফলে তারা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নিবাির্চত হয়েছেন। নিবাির্চত পরিচালকরা হলেন, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের সিইও মোহাম্মদ আলী, আদিল সিকিউরিটিজের এমডি দস্তগীর মো. আদিল, ডেল্টা ক্যাপিটালের সিইও জায়েদ রহমান, আইডিএলসি সিকিউরিটিজের এমডি মো. সাইফুদ্দিন, রিমনস ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান ও এমডি মো. মফিজুদ্দিন, কে সিকিউরিটিজ অ্যান্ড কনসালটেন্টসের এমডি দিল আফরোজ কামাল, এরিস সিকিউরিটিজের এমডি মাসুদুল হক, এক্সপো ট্রেডাসের্র এমডি ড. ওসমান গনি চৌধুরী, ইমিন্যান্ট সিকিউরিটিজের এমডি ওমর হায়দার খান, রাস্তি সিকিউরিটিজের এমডি সৈয়দ রেদওয়ানুল ইসলাম, ইউনিক্যাপ সিকিউরিটিজের সিইও ওয়ালী উল ইসলাম, মো. শহিদুল্লাহ সিকিউরিটিজের এমডি শরীফ আনোয়ার হোসাইন, গেøাবাল সিকিউরিটিজের এমডি রিচাডর্ ডি রোজারিও, শ্যামল ইক্যুয়িটি ম্যানেজমেন্টের এমডি মো. সাজেদুল ইসলাম। এর আগে গত গত ২৯ আগষ্ট ২০১৮ তারিখে অনুষ্ঠিত ৪৮তম বোডর্ সভায় ১৫ জন পরিচালক নিবার্চনের জন্য সদস্য কোম্পানী এম এন্ড জেড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরউদ্দিন আহমেদ কে নিবার্চন কমিশনের চেয়ারম্যান এবং মাইকা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এ মনিরুজ্জামান ও মুশের্দ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান আজিজুর রহমানকে সদস্য করে ৩ (তিন) সদস্যবিশিষ্ট নিবার্চন কমিশন গঠন করেন।