শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ালটন ওয়াশিং মেশিনের নতুন প্রোডাকশন লাইন চালু

যাযাদি রিপোর্ট
  ১৪ জুন ২০২১, ০০:০০

ওয়াশিং মেশিনের নতুন আরেকটি প্রোডাকশন লাইন চালু করল ওয়ালটন। যেখানে তৈরি হবে অত্যাধুনিক প্রযুক্তির টপ লোডিং ওয়াশিং মেশিন। এর ফলে ওয়ালটন ওয়াশিং মেশিন কারখানায় প্রোডাকশন লাইনের সংখ্যা দাঁড়াল দুটিতে। ৫ লাখ বর্গফুট আয়তনের ওয়ালটন ওয়াশিং মেশিন কারখানায় মাসিক উৎপাদন ক্ষমতা বর্তমানে ৫০ হাজার ইউনিট। কর্মীর সংখ্যা ১ হাজারেরও বেশি। একই সঙ্গে অত্যাধুনিক ফিচারের 'এটিজি ৮০' মডেলের নতুন একটি ওয়াশিং মেশিন উদ্বোধন করা হয়।

শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় নতুন প্রোডাকশন লাইন এবং নতুন মডেলের ওয়াশিং মেশিনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক তাহমিনা আফরোজ তান্না। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে