শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্ধেক আসন খালি রেখে কনভেনশন হল খোলার দাবি

যাযাদি রিপোর্ট
  ১৬ জুন ২০২১, ০০:০০

করোনা পরিস্থিতিতে সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় প্রায় চার হাজার কমিউনিটি সেন্টার বন্ধ রয়েছে। এতে প্রতি মাসে প্রায় শত কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। লোকসান বিবেচনায় অর্ধেক আসন খালি রেখে কমিউনিটি সেন্টার কনভেনশন হল খোলার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কমিউনিটি সেন্টার কনভেনশন হল ও ক্যাটারিং অ্যাসোসিয়েশন নামের দুটি সংগঠন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কমিউনিটি সেন্টার কনভেনশন হল ও ক্যাটারিং সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক যুবায়ের হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, করোনা পরিস্থিতিতে ব্যাংক, বিমা, অফিস-আদালত খোলা থাকলেও আমাদের কমিউনিটি সেন্টার কনভেনশন হল, ক্যাটারিং সার্ভিস বন্ধ রয়েছে। এতে প্রতি মাসে লোকসান গুনতে হচ্ছে শত কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে