রূপালী ব্যাংকের খেলাপি ঋণ আদায় সংক্রান্ত পর্যালোচনা সভা

প্রকাশ | ১৬ জুন ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
মঙ্গলবার রূপালী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের মে-২০২১ ভিত্তিক অগ্রগতি সংক্রান্ত ২য় পর্যালোচনা সভা ভার্চুয়াল পস্নাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের আদায় বিভাগ-১ এর সার্বিক ব্যবস্থাপনায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ সভা পরিচালিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উলস্নাহ আল মাসুদ। এ সময় তিনি প্রতিটি বিভাগ, জোন এবং কর্পোরেট শাখার খেলাপি ঋণ আলাদাভাবে পর্যালোচনা করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ঋণ আদায়ের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এতে অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর। এ ছাড়া ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মজিবর রহমান, খান ইকবাল হোসেন, সঞ্চিয়া বিনতে আলী, গোলাম মরতুজা, মো. শওকত আলী খান, সালমা বানু, তাহমিনা আখতার, ইয়াছমিন বেগমসহ প্রধান কার্যালয়ের সব জিএম, বিভাগীয় কার্যালয়ের সব জিএম, আদায় বিভাগ-১ ও ২-এর সব নির্বাহী, জোনাল অফিস ও কর্পোরেট-১ শাখার ডিজিএম এবং ৫০ শতাংশ ও তদূর্ধ্ব শ্রেণিকৃত ঋণবিশিষ্ট শাখা ব্যবস্থাপকরা সভায় অংশ নেন। বিজ্ঞপ্তি