শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্র্যাক ব্যাংকের ২৬ জেলায় নতুন ৩১টি আউটলেট

নতুনধারা
  ১৬ জুন ২০২১, ০০:০০

দেশের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের প্রসার অব্যাহত রয়েছে। দেশজুড়ে ২৬টি নতুন জেলায় মোট ৩১টি নতুন আউটলেট চালু করেছে ব্যাংকটি। নতুন আউটলেটগুলোর মধ্য দিয়ে ব্র্যাক ব্যাংকের মোট আউটলেট সংখ্যা এখন ৫৩১টি- যা দেশের দ্রম্নত বর্ধমান এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম। এ ছাড়া দেশের সব বাণিজ্যিক ব্যাংকের মধ্যে এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের লোন প্রদানের ক্ষেত্রেও শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক। আর্থিক সেবার বাইরে থাকা মানুষদের মূল অর্থনীতিতে যুক্ত করতে ব্র্যাক ব্যাংকের লক্ষ্যের কথা উলেস্নখ করে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, বলেন, 'গত দেড় বছরে কোভিড-১৯-এর কারণে আমাদের অগ্রযাত্রা কিছুটা বাধাগ্রস্ত হলেও, আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য পূরণে এজেন্ট ব্যাংকিং সেবায় নতুন আউটলেটের সংখ্যার উলেস্নখযোগ্য বৃদ্ধি নিয়ে ২০২১ শুরু করতে পেরে আমরা আনন্দিত।' বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে