৫০ শতাংশ লভ্যাংশ দেবে এমজেএল বাংলাদেশ

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
পুঁজিবাজারে তালিকাভুক্ত এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পষর্দ শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৪৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার রয়েছে। অথার্ৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে ৪৫০ টাকা নগদ ও পঁাচটি সাধারণ শেয়ার লভ্যাংশ হিসেবে পাবেন। কোম্পানিটির পরিচালনা পষর্দ সভায় ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আথির্ক প্রতিবেদন পযাের্লাচনা করে এই লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই থেকে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসই জানিয়েছে, লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পষের্দর নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বাষির্ক সাধারণ সভার (এজিএম) তারিখ নিধার্রণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর। আর রেকডর্ ডেট নিধার্রণ করা হয়েছে ৪ নভেম্বর। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে সাত টাকা। আর চলতি বছরের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি সম্পদমূল্য দঁাড়িয়েছে ৩৭ টাকা ৪৯ পয়সা।