ব্র্যাক ব্যাংক-ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং চুক্তি

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
ব্র্যাক ব্যাংক এবং ডাচ্-বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং ‘রকেট’ একাউন্টের মধ্যে আন্তঃএকাউন্ট ফান্ড ট্রান্সফার সুবিধার জন্য উভয় ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা এখন তাদের ব্র্যাক ব্যাংকের একাউন্ট থেকে রকেট একাউন্টে বা রকেট একাউন্ট থেকে ব্র্যাক ব্যাংকের একাউন্টে ফান্ড ট্রান্সফার করে আন্তঃব্যাংক লেনদেন সম্পন্ন করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবুল কাশেম মো. শিরিনের উপস্থিতিতে ১৭ অক্টোবর ডাচ্-বাংলা ব্যাংকের প্রধান কাযার্লয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম এবং ডাচ্-বাংলা ব্যাংকের এসইভিপি ও প্রধান প্রযুক্তি কমর্কতার্ মো. আবুল কাশেম খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি