প্রাইম টেক্সটাইলের দর বেড়েছে ৯.৯০ শতাংশ

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বৃহস্পতিবার প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। এতে দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসে বস্ত্র খাতের কোম্পানিটি। সারা দিনে প্রায় সাড়ে ৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। বাজার পযের্বক্ষণে দেখা গেছে, গত ছয় মাস ধরেই উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে প্রাইম টেক্সটাইল। সা¤প্রতিক সংশোধনের পর গত বৃহস্পতিবার এর শেয়ারের দর ও লেনদেন বেড়েছে। ১ সেপ্টেম্বর ডিএসই কতৃর্পক্ষের চিঠির জবাবে কোম্পানিটি জানায়, শেয়ারের অস্বাভাবিক দরববৃদ্ধির নেপথ্যে তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই। বৃহস্পতিবার ডিএসইতে প্রাইম টেক্সটাইল শেয়ারের সবের্শষ দর দঁাড়ায় ৩৪ টাকা ৪০ পয়সা, আগের দিন যা ছিল ৩১ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সবির্নম্ন দর ছিল ২২ টাকা ৭০ পয়সা ও সবোর্চ্চ দর ৪৮ টাকা ৯০ পয়সা। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে প্রাইম টেক্সটাইল।