তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের ইপিএস ৮৯ পয়সা

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ’১৮) সিটি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৮৯ পয়সা। আগের বছরে একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৮২ পয়সা। এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। অনিরীক্ষিত আথির্ক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সিটি ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩২ পয়সা, আগের বছরের একই সময় যা ছিল ২ টাকা ৭৯ পয়সা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির ইপিএস কমেছে ১৬ দশমিক ৮৪ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪ টাকা ৮৯ পয়সা এবং শেয়ারপ্রতি সমন্বিত কাযর্করী নগদপ্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৫ পয়সা। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের জন্য ১৯ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে সিটি ব্যাংকের পরিচালনা পষর্দ। গত হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৩ টাকা ৯০ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ৪ টাকা ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর এর শেয়ারপপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দঁাড়ায় ২৮ টাকা ৪০ পয়সা। এর আগে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২৪ শতাংশ নগদ লভ্যাংশ দেয় সিটি ব্যাংক। ২০১৫ হিসাব বছরে ২২ শতাংশ নগদ লভ্যাংশ পান কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ডিএসইতে গত বৃহস্পতিবার সিটি ব্যাংক শেয়ারের সবের্শষ দর ২ দশমিক ২১ শতাংশ বা ৭০ পয়সা বেড়ে দঁাড়ায় ৩২ টাকা ৪০ পয়সায়। দিনভর দর ৩১ টাকা ৯০ পয়সা থেকে ৩২ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করে। গত এক বছরে শেয়ারটির সবির্নম্ন দর ছিল ২৮ টাকা ৩০ পয়সা ও সবোর্চ্চ ৫৭ টাকা ৩০ পয়সা।