২৫ অক্টোবর আসছে শাওমি মি মিক্স ৩

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
চীনভিত্তিক শাওমি মিক্স সিরিজের নতুন একটি ফ্ল্যাগশিপ স্মাটের্ফান আনছে। প্রতিষ্ঠানটি মি মিক্স ৩ নামের ডিভাইসটি ২৫ অক্টোবর চীনে উন্মোচন করবে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এ নিয়ে একটি টিজার প্রকাশ করেছে শাওমি। গ্যাজেট থ্রি সিক্সটি ডিগ্রি। নতুন ডিভাইসটি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি শাওমি। তবে একাধিক টিজারে ডিভাইসটির বেশ কিছু ফিচার সম্পকের্ কিছুটা আভাস দিয়েছে। ধারণা করা হচ্ছে, শাওমির নতুন ডিভাইসটি দ্রæতগতির ফাইভজি মোবাইল নেটওয়াকর্ প্রযুক্তি সমথর্ন করবে। তবে অনলাইনে ডিভাইসটির বিভিন্ন তথ্য ফঁাস হয়েছে। এসব তথ্য বলছে, ফোনটিতে কিউএইচডি প্লাস এএমওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হবে। ৬ বা ৮ গিগাবাইট র?্যামের ডিভাইসটিতে ২৫৬ গিগাবাইট পযর্ন্ত অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটিতে ২০ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকবে। ৬ গিগাবাইট র?্যাম ও ৬৪ গিগাবাইট রমের ডিভাইসটির দাম রাখা হতে পারে ৫১০ ডলার। অন্যদিকে ৬ গিগাবাইট র?্যাম ও ১২৮ গিগাবাইট রম, ৮ গিগাবাইট র?্যাম ও ১২৮ গিগাবাইট রম এবং ৮ গিগাবাইট র?্যাম ও ২৫৬ গিগাবাইট রমের ডিভাইসের দাম রাখা হতে পারে যথাক্রমে ৫৫৫, ৬০০ ও ৬৪৫ ডলার।