সেপ্টেম্বরে জাপানের মূল্যস্ফীতি বেড়েছে ১%

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
গত মাসে জাপানের মূল্যস্ফীতি বেড়েছে ১ শতাংশ। শুক্রবার সরকারের প্রকাশিত উপাত্তে স্পষ্ট হয়ে উঠেছে মূল্যসংকোচনের সঙ্গে দীঘির্দনের লড়াইয়ের ইতি টানতে পারছে না বিশ্বের তৃতীয় বৃহত্তম অথর্নীতির দেশটি। গত ফেব্রæয়ারির পর প্রথমবারের মতো সেপ্টেম্বরে জাপানের মূল্যস্ফীতি বছরওয়ারি ১ শতাংশে দঁাড়িয়েছে। তবে তা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের (বিওজে) প্রত্যাশিত ২ শতাংশ মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মাত্র অধের্ক। সবের্শষ উপাত্তে সেপ্টেম্বরে জাপানের মূল্যস্ফীতি বাজার পূবার্ভাসের সঙ্গে সঙ্গতিপূণর্ এবং গেল আগস্টের দশমিক ৯০ শতাংশ মূল্যস্ফীতির চেয়ে বেশি। বেশ কয়েক বছর ধরেই মূল্যসংকোচনে ধুঁকছে জাপানের অথর্নীতি। বিওজের অতি উদার আথির্ক নীতিও এ মন্দাবস্থা ঠেকাতে সফল হচ্ছে না। মূল্যসংকোচন যেকোনো দেশের অথর্নীতির জন্য ক্ষতিকর। কারণ এতে মানুষ অথর্ ব্যয়ে নিরুৎসাহিত হয়, যা প্রবৃদ্ধি স্থবির করে দেয়।