চীনা বিনিয়োগ সংকোচনে পাকিস্তানের এফডিআই হ্রাস ৪২%

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
পাকিস্তানে চলতি অথর্বছরের প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) গত অথর্বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ হ্রাস পেয়েছে। এমনকি এফডিআইয়ের পরিমাণ ৫০ কোটি ডলার সীমায় পৌঁছতেও ব্যথর্ হয়েছে। খবর ডন। কেন্দ্রীয় ব্যাংকের (এসবিপি) উপাত্তে দেখা গেছে, ২০১৮-১৯ অথর্বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে পাকিস্তানে এফডিআই এসেছে ৪৩ কোটি ৯৫ লাখ ডলার, যা গেল অথর্বছরের একই সময়ে ছিল ৭৬ কোটি ৫০ লাখ ডলার। বৈদেশিক মুদ্রার প্রবাহ কম থাকায় দেশটির বৈদেশিক মুদ্রার রিজাভর্ আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়ে ১ হাজার ৪৬০ কোটি ডলারে দঁাড়িয়েছে। দেশটির বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে এরই মধ্যেই আন্তজাির্তক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ১ হাজার ২০০ কোটি ডলার ঋণের আবেদন করেছে পাকিস্তান সরকার।