শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একনেকে অনুমোদন পেল বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী ঠাকুরগাঁও

নতুনধারা
  ৩০ জুলাই ২০২১, ০০:০০

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এ চূড়ান্ত অনুমোদন পেয়েছে প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রম্নত 'বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও' শীর্ষক প্রকল্পটি। ২৮ জুলাই প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় 'বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও' প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আকচা মৌজায় ৫০ একর জায়গায় ৯৮ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। প্রকল্পটি একনেক সভায় অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে