ব্র্যাক ব্যাংক 'উদ্যোক্তা ১০১'-এর বিজয়ীদের নাম ঘোষণা

প্রকাশ | ৩০ জুলাই ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
দেশের প্রথম এসএমই এক্সিলারেটর প্রোগ্রাম, 'উদ্যোক্তা ১০১-এর প্রথম ব্যাচের তিন বিজয়ীর নাম ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক। বিজয়ীরা হলেন ফারহানা রহমান (স্বত্বাধিকারী, ডিভার্স ওয়ার্ল্ড), মিশা মাহজাবীন (সিইও, হেলদি বেঙ্গল) এবং খালেদা সুলতানা (সিইও, জুটমার্ট)। 'উদ্যোক্তা ১০১' ব্যাংকিং খাতে দেশের প্রথম এসএমই এক্সিলিটার প্রোগ্রাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে গত এপ্রিল মাসে চালু হয় এই প্রোগ্রাম। উদ্যোক্তা '১০১'-এর প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয় ২১ জন নারী উদ্যোক্তাসহ মোট ৩১ জন অংশগ্রহণকারী নিয়ে। কোর্স শেষ করার পরে অংশগ্রহণকারীরা তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা জমা দেয় আয়োজক ব্র্যাক ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যেখান থেকে ১২ জন একটি চূড়ান্ত পিচ রাউন্ডে উত্তীর্ণ হন। ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং, সৈয়দ আবদুল মোমেন বলেন, দেশে পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখা তরুণদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের আরও সমন্বয় তৈরি করতে পেরে আমরা গর্বিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একত্রে আমরা বাংলাদেশের এসএমই, বিশেষ করে নারী উদ্যোক্তাদের উন্নয়নের শীর্ষ অংশীদার হওয়ার প্রত্যাশা রাখি। বিজ্ঞপ্তি