বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

'প্রাইমপে'-তে আরও সুবিধা নিয়ে এসেছে প্রাইম ব্যাংক

নতুনধারা
  ০৪ আগস্ট ২০২১, ০০:০০

করপোরেট গ্রাহকদের জন্য অমনি ডিজিটাল চ্যানেল 'প্রাইমপে'-তে আরও সুবিধা নিয়ে এসেছে প্রাইম ব্যাংক। এর ফলে গ্রাহকদের জন্য তহবিল স্থানান্তর আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে। বিইএফটিএন ডিরেক্ট ডেবিট ইন্সট্রাকশন ও ফান্ড ট্রান্সফার পুলের সাহায্যে করপোরেট গ্রাহকরা তাদের কালেকশন ও রিসিভ্যাবেলসে আরও কার্যকরভাবে নজরদারি করতে পারবে। এর ফলে নিয়মিত ও নির্দিষ্ট বিরতিতে প্রাপ্য অর্থের ব্যবস্থাপনা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। 'প্রাইমপে'-তে দৃঢ় ও সমৃদ্ধ এমআইএস ইঞ্জিন রয়েছে, যা ব্যাংকের গ্রাহকদের লেনদেন সম্পর্কিত সব ধরনের রিপোর্ট ও প্রতিবেদন প্রদান করবে। এ ছাড়াও গ্রাহকরা 'প্রাইমপে' থেকে সরাসরি 'রকেট' ওয়ালটে তহবিল স্থানান্তর করতে পারবেন। 'রকেট'-এ তহবিল স্থানান্তর প্রমাণ করে যে, পেমেন্টের সুবিধা আরও বিস্তৃত করতে প্রাইম ব্যাংক প্রতিশ্রম্নতিবদ্ধ। গ্রাহকরা 'রকেট'-এ একক বা একাধিক লেনদেনের সুবিধা পাবেন। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে 'প্রাইমপে' ব্যবহারের সুবিধা পাওয়া যাবে এবং পরবর্তীতে যাচাইয়ের জন্য লেনদেনের পুরো বিবরণী পাওয়া যাবে। এ সুবিধা সম্পর্কে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ বলেন, "নতুন এ সেবার ফলে 'প্রাইমপে'-এর মাধ্যমে গ্রাহকরা অনেকগুলো পস্ন্যাটফর্মে কালেকশন ও লেনদেন করার সুবিধা পাবেন। আমরা মনে করি, এই বিশেষায়িত সেবার ফলে গ্রাহকরা আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন। তাদের বর্তমান সময়ের চাহিদা পূরণের লক্ষ্যে আমরা 'প্রাইমপে'-তে প্রতিনিয়ত নতুন নতুন সুবিধা যুক্ত করে সেবা পরিধি বৃদ্ধি করব।" বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে