মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন এমডি

শিরীন আখতার
  ১৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
শিরীন আখতার

শিরীন আখতার বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে গত ১৩ সেপ্টেম্বর যোগদান করেছেন। গত ৩১ জুলাই হতে তিনি ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বে কর্মরত ছিলেন। ১৯৮৮ সালে বিআরসির মাধ্যমে তিনি অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন এবং ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর হতে ডিএমডি হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে এমবিএ এবং বাংলাদেশ ল কলেজ হতে এলএলবি ডিগ্রি অর্জন করেন। বিদেশ সফরের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত, আয়ারল্যান্ড, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব ও ভুটান ভ্রমণ করেন। তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের মোহাম্মদপুর থানার (ঢাকা) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুমা আয়েশা রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী পরিচালক মরহুম খলিলুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। তিনি ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে