বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

যাযাদি ডেস্ক
  ১৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

দীর্ঘদিন ধরেই দেশে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকায় বন্দরগুলোতে দাম ছিল নিম্নমুখী। তবে এ সপ্তাহে আমদানি হ্রাসে হঠাৎই বেড়েছে এই মসলা পণ্যটির দাম। দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের পাইকারি বাজারের তথ্যানুযায়ী প্রতি কেজিতে একদিনের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ২-৩ টাকা।

হিলি স্থলবন্দর সূত্র জানিয়েছে, এতদিন বন্দর দিয়ে ভারত থেকে ইন্দোর ও নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছিল। তবে সম্প্রতি নাসিক জাতের পেঁয়াজের আমদানি বন্ধ রয়েছে। শুধু ইন্দোর জাতের পেঁয়াজ আসছে। সঙ্গে আসছে নতুন বেলোরি জাতের পেঁয়াজ। এতে সরবরাহ সংকট দেখা দিয়েছে। ফলে দাম বেড়েছে।

শুক্রবার হিলির বাজারে আমদানিকৃত ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারিতে ২৫-২৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যা একদিন আগেও ২৩-২৪ টাকা কেজি দরে বিক্রি হয়। বেলোরি জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭ টাকা কেজি দরে।

এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। পাইকাররা জানান, চার-পাঁচদিন ধরে বন্দরে পেঁয়াজের দাম কম ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে