প্রাইম ব্যাংক প্রথম এসওএফআর ভিত্তিক লেনদেন সম্পন্ন

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রাইম ব্যাংক সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (ঝঙঋজ) ব্যবহার করে প্রথম লেনদেন সফলভাবে সম্পন্ন করেছে। ২০২৩ সালের জুনের পর থেকে বহুল প্রচলিত লন্ডন-ইন্টারব্যাংক-অফারড-রেটের (খওইঙজ) যুগ শেষ হয়ে যাচ্ছে। নতুন বৈশ্বিক বিকল্প মানদন্ড হিসেবে ঝঙঋজ ভিত্তিক ট্র্যানজেকশন প্রাইম ব্যাংকের জন্য একটি অগ্রগণ্য পদক্ষেপ। আন্তর্জাতিক আন্তঃব্যাংক ঋণের সুদের হার নির্ধারণে খওইঙজ দীর্ঘদিন ধরে সবচেয়ে নির্ভরযোগ্য মানদন্ড হিসেবে ব্যবহৃত হতো। আর্থিক লেনদেনে ইউএস ডলারের তহবিল ব্যয় নিরুপণে ঝঙঋজ ইতোমধ্যে বিকল্প নির্ভরযোগ্য মানদন্ড হিসেবে স্বীকৃত। খওইঙজ ভিত্তিক ঋণের বাইরে প্রাইম ব্যাংক, নিউইয়র্কের ওয়েলস ফার্গো ব্যাংকের সঙ্গে ২৫ আগস্ট ২০২১-এ একটি ঝঙঋজ- নির্ভর লেনদেন করে। সংবাদ বিজ্ঞপ্তি