লভ্যাংশ দেবে না সাত কোম্পানি

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭টি কোম্পানির পরিচালনা পষর্দ শেয়ারহোল্ডারদের ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিগুলোর পরিচালনা পষর্দ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছেÑ মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, খুলনা প্রিন্টিং, ইমাম বাটন, জিল বাংলা সুগার মিল এবং আরামিট সিমেন্ট। কোম্পানিগুলোর পষর্দ সভায় লভ্যাংশের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পাশাপাশি বাষির্ক সাধারণ সভা (এজিএম) ও রেকডর্ ডেটও নিধার্রণ করা হয়েছে। এর মধ্যে মেঘনা কনডেন্সড মিল্কের এজিএম ১৩ ডিসেম্বর ও রেকডর্ ডেট ১৮ নভেম্বর নিধার্রণ করা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৮৯ পয়সা ও এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৮ পয়সা। মেঘনা পেটের এজিএম ১৩ নভেম্বর ও রেকডর্ ডেট ১৮ নভেম্বর নিধার্রণ করা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৯ পয়সা ও এনএভিপিএস (ঋণাত্মক) দাঁড়িয়েছে ৩ টাকা ৫৮ পয়সা।