শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সোনালী ব্যাংকে শেখ রাসেল দিবস উদ্‌যাপন

নতুনধারা
  ১৯ অক্টোবর ২০২১, ০০:০০

শুধু মুনাফা নয়, সোনালী ব্যাংকের প্রধান লক্ষ্য হলো সর্বোচ্চ সেবা নিশ্চিত করা আর এ লক্ষ্যে ব্যাংকটি ডিজিটাল সার্ভিস প্রদানে অনেক এগিয়ে গেছে, বললেন সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। চলতি বছর শেষেও ব্যাংকটি তার সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আতাউর রহমান প্রধান আশাবাদ ব্যক্ত করেন। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে 'শেখ রাসেল দিবস-২০২১' উদ্‌যাপন উপলক্ষে কেক কাটার পর বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এই কর্মসূচিতে ব্যাংকের পরিচালক মো. মোফাজ্জল হোসেনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় 'হৃদয়ে শেখ রাসেল' শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনের শুরুতে ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধানের পক্ষে কোম্পানি সেক্রেটারি তাওহিদুল ইসলাম এবং জিএম অফিস ঢাকা-১ এর জিএম (ইনচার্জ) মো. আব্দুল কুদ্দুস বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকদের হাতে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে