শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধসের মধ্যে শেয়ারবাজার আতঙ্কে বিনিয়োগকারীরা

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ২০ অক্টোবর ২০২১, ০০:০০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজারে বড় উত্থান দেখা দিলেও শেষ পর্যন্ত ধস দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। সেই সঙ্গে টানা সাত কার্যদিবস পতনের মধ্যে থাকল বাজার। এমন টানা বড় দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তথ্য পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার লেনদেনের শুরুতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ৪০ পয়েন্টের ওপরে বেড়ে যায়। শুরুর এই বড় উত্থান প্রবণতা লেনদেনের প্রথম আড়াই ঘণ্টা অব্যাহত থাকে। এক পর্যায়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ৮৮ পয়েন্ট পর্যন্ত বেড়ে যায়। কিন্তু দুপুর সাড়ে ১২টার পর থেকে পরিস্থিতি বদলে যেতে থাকে। পতনের তালিকায় নাম লেখাতে থাকে লেনদেনে অংশ নেওয়া একের পর এক প্রতিষ্ঠান। ফলে বড় উত্থান থেকে দেখতে দেখতে ধসে রূপ নেয় শেয়ারবাজার। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৬ পয়েন্ট কমে ৭ হাজার ২০ পয়েন্টে নেমে গেছে। এর আগে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ৫৬ পয়েন্ট। দ্বিতীয় কার্যদিবস রোববার কমে ৮৯ পয়েন্ট। ফলে চলতি সপ্তাহের তিন কার্যদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ২২৩ পয়েন্ট। আর সাত কার্যদিবসের টানা পতনে কমেছে ৩৪৭ পয়েন্ট। প্রধান মূল্য সূচকের পাশাপাশি কমেছে ডিএসইর অপর দুই সূচক। এর মধ্যে ডিএসই শরিয়াহ্‌ ২০ পয়েন্ট কমে ১ হাজার ৫০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট কমে ২ হাজার ৬৫৬ পয়েন্টে অবস্থান করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে