শীতে মাসেের্লর অধর্শত মডেলের হোম অ্যাপ্লায়েন্স

প্রকাশ | ০৪ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
শীতে উষ্ণতা দেয়ার জন্য দেশের অন্যতম ইলেকট্রনিক্স ব্র্যান্ড মাসের্ল বাজারে এনেছে বৈচিত্র্যময় ডিজাইন ও কালারের হোম অ্যাপ্লায়েন্সেস। মাসেের্লর টাগের্টÑ শীতে দেশের হোম অ্যাপ্লায়েন্সেসের চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করা। এই লক্ষ্যমাত্রা পূরণে প্রায় অধর্শত মডেলের গৃহস্থালি পণ্য বাজারে ছেড়েছে মাসের্ল। প্রোডাক্ট লাইনে যুক্ত হয়েছে নতুন নতুন মডেলের পণ্য। জানা গেছে, এবার শীত মৌসুমকে সামনে রেখে মাসের্ল বাজারে ছেড়েছে ১৯ মডেলের রাইস কুকার, ৩ মডেলের মাইক্রোওয়েব ওভেন ও রুম হিটার, ৬ মডেলের প্রেসার কুকার, ৪ মডেলের ইলেকট্রিক কেটলি ও আয়রন বা ইস্ত্রি, ৮ মডেলের বেøন্ডার ও ১ মডেলের এনাজির্ সাশ্রয়ী ইন্ডাকশন কুকার। এর মধ্যে নতুন এসেছে ১ মডেলের মাইক্রোওভেব ওভেন ও বেøন্ডার। এসব পণ্যের পাশাপাশি আপকামিংয়ের তালিকায় রয়েছে ২ মডেলের ইলেকট্রিক কেটলি ও মাইক্রোওয়েব ওভেন, ১ মডেলের রুম হিটার ইত্যাদি। মাসের্ল কতৃর্পক্ষ জানায়, প্রতিবছরই স্থানীয় বাজারে মাসের্ল হোম অ্যাপ্লায়েন্সেসের চাহিদা বাড়ছে। এ বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পযর্ন্ত সময়ে গত বছরের একই সময়ের চেয়ে ৩০ শতাংশ বেশি হোম অ্যাপ্লায়েন্সেস বিক্রি করেছে মাসের্ল। বেশি বিক্রির পেছনে তাদের যুক্তি- অন্যান্য ব্র্যান্ডের চেয়ে সাশ্রয়ী মূল্য, উচ্চ গুণগত মান, দ্রæত ও সবোর্ত্তম বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা এবং অসংখ্য বৈচিত্র্যময় মডেল। মাসের্ল বিপণন বিভাগের কমর্কতার্রা জানান, হোম অ্যাপ্লায়েন্সেসের সিংহভাগ চাহিদা পূরণের লক্ষ্যে ইতোমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। প্রোডাক্ট লাইনে যুক্ত করেছেন নতুন নতুন মডেলের পণ্য। সারা দেশের আউটলেটগুলোতে গড়ে তোলা হয়েছে পযার্প্ত মজুদ। বিপণনে নেয়া হয়েছে সময়োপযোগী কমর্পরিকল্পনা।