শাহজালাল ইসলামী ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৬০০ কোটি টাকার মুদারাবা রিডিমেবল ফ্লোটিং রেট সাব-অডিের্নটেড বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার ৬৬৩তম কমিশন সভা শেষে বিএসইসি জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির এ বন্ডের মেয়াদ হবে সাত বছর। বন্ডের বৈশিষ্ট্য সম্পকের্ কমিশন আরো জানায়, এ বন্ডের কোনো অংশ ইস্যুয়ারের শেয়ারে রূপান্তর হবে না, মেয়াদ শেষে এর পূণর্ অবসায়ন হবে। ফ্লোটিং রেটে বিনিয়োগকারীর রিটানর্ নিধার্রণ করা হবে। এটি হবে আনসিকিউরড সাব-অডিের্নটেড বন্ড, যার ইউনিট স্টক এক্সচেঞ্জে হাতবদল হবে না। শুধু বিভিন্ন ধরনের আথির্ক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, করপোরেট হাউজ ও উচ্চ সম্পদশালী ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ডের ইউনিট কিনতে পারবেন। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। বন্ডের মাধ্যমে উত্তোলিত অথর্ ব্যাংকটির টায়ার টু মূলধনভিত্তি শক্তিশালী করবে। বন্ডের ট্রাস্টি হিসেবে থাকছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ইবনে সিনার ইপিএস ২ টাকা ৬৮ পয়সা যাযাদি রিপোটর্ অনিরীক্ষিত আথির্ক প্রতিবেদন অনুসারে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইবনে সিনা ফামাির্সটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৮ পয়সা। যা এর আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ১৭ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৮৮ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে ইবনে সিনা। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও বাকি ১০ শতাংশ দেয়া হবে বোনাস শেয়ার আকারে।