১০% লভ্যাংশ দেবে এটলাস বাংলাদেশ

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এটলাস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পষর্দ। যদিও বছর শেষে শেয়ারপ্রতি ১ টাকা ২৩ পয়সা লোকসান দেখেয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। ডিএসইতে দেয়া তথ্যে কোম্পানিটি জানিয়েছে, ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আথির্ক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনে আগামী ২২ ডিসেম্বর গাজীপুরের টঙ্গীতে কোম্পানির কারখানা প্রাঙ্গণে বাষির্ক সাধারণ সভা আয়োজন করবে এটলাস বাংলাদেশ। এজন্য রেকডর্ ডেট নিধার্রণ করা হয়েছে ২৬ নভেম্বর। সবের্শষ প্রকাশিত নিরীক্ষিত আথির্ক প্রতিবেদন অনুসারে, ২০১৭-১৮ হিসাব বছরে শেয়ারপ্রতি ১ টাকা ২৩ পয়সা লোকসান হয়েছে এটলাস বাংলাদেশের। যদিও ২০১৬-১৭ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৩৯ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৮ টাকা। এর আগে ২০১৭ হিসাব বছরে ২ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এটলাস বাংলাদেশ। ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এটলাস বাংলাদেশ লিমিটেড ১৯৮৮ সালে শেয়ারবাজারে আসে। বতর্মানে এর অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা। রিজাভর্ ৪০৫ কোটি ২৮ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১ লাখ ১৫ হাজার ৫৫৩। কোম্পানির মোট শেয়ারের ৫১ শতাংশ সরকারের হাতে, উদ্যোক্তা-পরিচালক ১ দশমিক ১৩, প্রতিষ্ঠান ২০ দশমিক ৩৮ ও বাকি ২৭ দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।