ইউসিবির ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
ইউনাইটেড কমাশির্য়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের ৮০০ কোটি টাকার রিডিমেবল নন-কনভাটির্বল ফ্লোটিং রেট সাব-অডিের্নটেড বন্ড অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার ৬৬৩তম কমিশন সভা শেষে বিএসইসি জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির বন্ডের মেয়াদ হবে সাত বছর। বন্ডের বৈশিষ্ট্য সম্পকের্ কমিশন আরো জানায়, এ বন্ডের কোনো অংশ ইস্যুয়ারের শেয়ারে রূপান্তর হবে না, মেয়াদ শেষে এর পূণর্ অবসায়ন হবে। ফ্লোটিং রেটে কুপন বিয়ারিং বন্ডটির রিটানর্ নিধার্রণ করা হবে। এটি হবে আনসিকিউরড সাব-অডিের্নটেড বন্ড, যার ইউনিট স্টক এক্সচেঞ্জে হাতবদল হবে না। শুধু বিভিন্ন ধরনের আথির্ক প্রতিষ্ঠান ও উচ্চসম্পদশালী ব্যক্তিরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ডের ইউনিট কিনতে পারবেন। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। বন্ডের মাধ্যমে উত্তোলিত অথর্ ব্যাংকটির টায়ার টু মূলধন ভিত্তি শক্তিশালী করবে। ট্রাস্টি হিসেবে থাকছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।