মন্দা বাজারেও চাঙা স্পন্সরদের শেয়ার বিক্রির কারবার

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বেশকিছু দিন ধরেই শেয়ারবাজারে চলছে মন্দাবস্থা। একটু থেমে থেমেই দর পতন হচ্ছে বাজারে। কমছে শেয়ারের দাম। কমছে সূচক। বাজারের এই ধারা বিনিয়োগকারীদের আস্থায় বড়সড় চির ধরিয়েছে। এমন পরিস্থিতিতেও থেমে নেই তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যাক্তাদের শেয়ার বিক্রি। বরং অন্য সময়ের চেয়েও এখন যেন অনেক বেশি স্পন্সর শেয়ার বিক্রির চাপ। মন্দা বাজারেই যেন চাঙা হয়ে উঠেছে তাদের শেয়ার বিক্রির কারবার। গত এক মাসে (৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর) তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির ১৪ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে অথবা আগের ঘোষণামাফিক শেয়ার বিক্রি সম্পন্ন হবার খবর জানিয়েছে। অবশ্য আলোচিত সময়ে ৩ জন বেশি তথা ১৭ জন উদ্যাক্তা-শেয়ারহোল্ডার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তবে বিক্রির বিপরীতে কেনার পরিমাণ ছিল অধেের্কর মতো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। গত এক মাসে মোট ৩ কোটি ১১ লাখ ৬২ হাজার শেয়ার বিক্রি করা অথবা বিক্রি শেষ হওয়ার ঘোষণা দিয়েছেন উদ্যোক্তারা। এর বিপরীতে অন্য উদ্যোক্তারা ১ কোটি ৬৬ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন অথবা কেনা শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আলোচিত সময়ে সবচেয়ে বেশি, ১ কোটি ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন এক্সিম ব্যাংকের উদ্যোক্তা-শেয়ারহোল্ডার মো. নুর হোসেন। এর পরে রয়েছেন ফাস্টর্ সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোক্তা মোতর্জা সিদ্দিকী। তিনি পরবতীর্ ৩০ কমির্দবসের মধ্যে ৭৬ লাখ ৬৮২টি শেয়ার বিক্রি করার ইচ্ছার কথা জানিয়েছেন। অন্য উদ্যোক্তা-শেয়ারহোল্ডারদের মধ্যে প্রাইম ব্যাংকের মো: আমিনুল হক ২৮ লাখ ৪৩ হাজার শেয়ার, একই ব্যাংকের এম এ খালেক ২১ লাখ শেয়ার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ড. মো: ওসমান গনি ১৪ লাখ ৮০ হাজার ৪৫২টি শেয়ার বিক্রি শেষ করেছেন অথবা বিক্রি করার বিষয়টি ঘোষণা দিয়েছেন। এছাড়া প্রাইম ব্যাংকের উদ্যোক্তা-শেয়ারহোল্ডার খন্দকার মো: খালেদ ৩০ লাখ শেয়ার, তাহেরা ফারুক ৮ লাখ ৭০ হাজার শেয়ার, প্রিমিয়ার ব্যাংকের জরিনা বেগমের ৩ লাখ, সানলাইফ লাইফ ইন্স্যুরেন্সের রুবিনা হামিদ ২ লাখ ৩৩৫ টি, প্রগতি ইন্স্যুরেন্সের উদ্যোক্তা ক্যাপ্টেন ইমাম আনোয়ার ২ লাখ ৯৪ হাজার , রিপাবলিক ইন্স্যুরেন্সের এস এক আক্রামুল হক ১ লাখ, মাইডাস ফাইন্যান্সের রোকেয়া আফজাল হোসেন ১ লাখশেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।