এডিএন টেলিকমের প্রান্তসীমা মূল্য ৩০ টাকা

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বুক বিল্ডিং পদ্ধতিতে টানা ৭২ ঘণ্টার নিলামের মাধ্যমে এডিএন টেলিকম লিমিটেডের কাট অফ প্রাইস বা প্রান্তসীমা মূল্য ৩০ টাকা নিধার্রণ করেছেন যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (ইআই)। বৃহস্পতিবার বিকাল ৫টায় কোম্পানিটির বিডিং শেষ হয়। বুক বিল্ডিংয়ের নিয়মানুসারে কাট অফ প্রাইসের ১০ শতাংশ কমে অথার্ৎ ২৭ টাকায় সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানিটির ২১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার কিনতে পারবেন। গত সোমবার বিকাল ৫ থেকে শুরু হওয়া নিলাম কোনো বিরতি ছাড়াই বৃহস্পতিবার বিকাল ৫টা পযর্ন্ত চলেছে। এ সময়ে ৬০০ প্রাতিষ্ঠানিক বিডার সবোর্চ্চ ৪৫ টাকা থেকে সবির্নম্ন ১৫ টাকার মধ্যে মোট ৪১৪ কোটি ২৭ লাখ ৫ হাজার টাকার দর প্রস্তাব করেছেন। এর মধ্যে শেয়ারপ্রতি ১৬ টাকা দরে সবচেয়ে বেশি ১৫৯ জন বিডার দর প্রস্তাব করেছেন। এই ১৫৯ জন বিডার ৬ কোটি ৮১ লাখ ৯২ হাজার ১০০টি শেয়ার ১০৯ কোটি ১০ লাখ ৭৩ হাজার ৬০০ টাকায় কেনার জন্য দর প্রস্তাব করেছেন। এর পর ২৫ টাকায় দ্বিতীয় সবোর্চ্চ দর প্রস্তাব করেছেন ৮৮ জন বিডার আর তৃতীয় সবোর্চ্চ ৭৯ জন বিডার ২০ টাকা করে দর প্রস্তাব করেছেন। নিলামে ইআইদের জন্য বরাদ্দ ছিল ৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার।