দুই কোম্পানির শেয়ার বেচবে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বøক মাকেের্ট মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ও মুন্নু জুট স্ট্যাফলাসর্ লিমিটেডের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে কোম্পানি দুটির করপোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গত মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মারফত মুন্নু সিরামিক কতৃর্পক্ষ জানিয়েছে, তাদের করপোরেট পরিচালক মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশন আগামী ৩০ কাযির্দবসের মধ্যে বøক মাকেের্ট কোম্পানির আড়াই লাখ শেয়ার বিক্রি করবে। প্রতিষ্ঠানটির হাতে কোম্পানির ১ কোটি ১৬ লাখ ২৬ হাজার ৫৩২টি শেয়ার রয়েছে। ডিএসইতে গত দেড় বছরে মুন্নু সিরামিক শেয়ারের দর ৪০ টাকা থেকে ৩৭৭ টাকায় উন্নীত হয়েছে। অন্যদিকে গ্রæপের আরেক কোম্পানি মুন্নু জুট স্ট্যাফলাসর্ জানিয়েছে, একই পরিচালক প্রতিষ্ঠান তাদের ১ লাখ ৫৬ হাজার ৪৯২টি শেয়ার ধারণ করছে। এর মধ্য থেকে বøক মাকেের্ট ২৫ হাজার শেয়ার বিক্রি করে দেবে তারা। গত দেড় বছরে ডিএসইতে এ কোম্পানির ৫০০ টাকা দামের শেয়ারগুলো প্রায় সাড়ে ৫ হাজার টাকায় উন্নীত হয়েছে।