দিনাজপুরে ৩ দিনব্যাপী প্রাণ চিনিগুঁড়া চাল নবান্ন উৎসব

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
নবান্ন উৎসবের আনন্দ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুরে শুরু হয়েছে ‘প্রাণ চিনিগুঁড়া চাল নবান্ন উৎসব’। বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে বৃহস্পতিবার শহরের বড় ময়দানে তিন দিনব্যাপী এ উৎসবের উদে¦াধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বজলুর রশীদ। তিনদিনের এই আয়োজনে রয়েছে হাডুডু খেলা, বৌছি, বিস্কুট দৌড়, ফ্যাশন শো, গুপ্তধন উদ্ধার, পাতিল ভাঙ্গা এবং নৃত্য। আরো আছে কেীতুক, নাটিকা, লাঠি খেলা, মোরগ লড়াই, কুস্তি, দাড়িয়া বান্ধা, ভাষান পালাসহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা প্রদশর্নী। এছাড়া বসেছে ২০টি পিঠার স্টল। বিজ্ঞপ্তি