উবারের লোকসান ১০০ কোটি ডলার

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ১০০ কোটি ডলার লোকসান গুনেছে রাইড-শেয়ারিং প্রতিষ্ঠান উবার। আগামী বছর পরিকল্পিত ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) ছাড়ার আগে এ লোকসান গুনতে হলো উবারকে। খবর বিবিসি ও রয়টাসর্। গত ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক রাইড-শেয়ারিং প্রতিষ্ঠানটি ১০৭ কোটি ডলার লোকসান গুনেছে, যা পূবর্বতীর্ প্রান্তিকের চেয়ে ২০ শতাংশ বেশি, তবে এক বছর আগের তুলনায় ২৭ শতাংশ কম। দ্বিতীয় প্রান্তিকে উবারের লোকসান হয়েছিল ৮৯ কোটি ১০ লাখ ডলার। গত বছর উবারের প্রতিষ্ঠাতা ও প্রধান নিবার্হী কমর্কতার্ (সিইও) ট্রাভিস কালানিকের পদত্যাগের পর রেকডর্ লোকসান গুনেছিল প্রতিষ্ঠানটি। এক দশকে পা দেয়া উবারের ব্যবসা যখন বিশ্বব্যাপী দোলাচলে রয়েছে, তখন মালামাল পরিবহন, খাবার সরবরাহ, ইলেকট্রিক বাইক ও স্কুটারের দিকে এগোচ্ছে কোম্পানিটি। উবারের নিট লোকসান দ্রæতগতিতে বেড়েছে, যেখানে কোম্পানিটির আয় বেড়েছে ধীরগতিতে। প্রতিষ্ঠানটির বতর্মান বাজারমূল্য ৭ হাজার ৬০০ কোটি ডলার। আগামী বছর আইপিও ছাড়ার পরিকল্পনা হাতে নেয়ায় অধিকতর লাভজনক কোম্পানি হিসেবে নিজেদের উপস্থাপন করার তাড়া রয়েছে উবারের। সুদ, কর, অবচয় ও অ্যামোরটাইজেশন-পূবর্ উবারের সমন্বিত লোকসান ৫৯ কোটি ২০ লাখ ডলার, যা দ্বিতীয় প্রান্তিকে ছিল ৬১ কোটি ৪০ লাখ ডলার এবং গত বছর ছিল ১০২ কোটি ডলার। উবারের প্রধান আথির্ক কমর্কতার্ (সিএফও) নেলসন চাই এক বিবৃতিতে বলেন, ‘আমাদের ব্যবসায়ের বৈশ্বিক আকার ও সুযোগ বৃদ্ধি পাওয়ায় আমরা আরেকটি শক্তিশালী প্রান্তিক পেয়েছি। আমাদের প্রত্যাশিত আইপিও ছাড়ার পূবের্ ভবিষ্যৎ প্রবৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ বাড়াচ্ছি।’ দ্বিতীয় প্রান্তিক থেকে উবারের আয় ৫ শতাংশ বেড়ে তৃতীয় প্রান্তিকে ২৯৫ কোটি এবং মোট বুকিংয়ের সংখ্যা ৬ শতাংশ বেড়ে ১ হাজার ২৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে। জাপানের সফটব্যাংক উবারের ১৫ শতাংশ শেয়ার কিনেছে, যাতে স্পষ্ট হয়ে উঠেছে আগামী বছর আইপিও ছাড়তে যাচ্ছে কোম্পানিটি।