ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মো. মনজুর মফিজ

প্রকাশ | ১৮ জানুয়ারি ২০২২, ০০:০০

অনলাইন ডেস্ক

মো. মনজুর মফিজ ১৬ জানুয়ারি, ২০২২ থেকে পরবর্তী তিন বছরের জন্য ওয়ান ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওয়ান ব্যাংকে দায়িত্ব গ্রহণের আগে মনজুর মফিজ ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুদীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি একজন প্রকৌশলী হিসেবে শিক্ষা মন্ত্রণালয় ও সোনালী ব্যাংক লিমিটেডে যোগদান করেন। পরে তিনি এবি ব্যাংক লিমিটেড, দ্যা সিটি ব্যাংক লিমিটেড এবং ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেডে ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি দেশ ও বিদেশে বিভিন্ন ট্রেনিং এবং ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। মো. মনজুর মফিজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি (সিভিল) শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি