বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে আসছে আরও তিন ব্রোকারেজ হাউস

যাযাদি রিপোর্ট
  ২২ জানুয়ারি ২০২২, ০০:০০

শেয়ারবাজারে শেয়ার কেনাবেচার ব্যবসায় আসছে আরও তিন ব্রোকারেজ হাউজ। এগুলো হচ্ছে- এসকিউ ওয়্যার অ্যান্ড ক্যাবল কোম্পানি, ফারিহা নিট টেক্স ও গিবসন সিকিউরিটিজ।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্র্রতি নতুন ব্রোকারেজ হাউস তিনটির অনুমোদন সংক্রান্ত চিঠি ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়েছে।

অনুমোদনের অপেক্ষায় থাকা নতুন তিনটিসহ বেড়ে ডিএসইর সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস বা ট্রেকের সংখ্যা দাঁড়াবে ২৮৩টিতে।

বিষয়টি নিশ্চিত করে বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, 'প্রতিষ্ঠানগুলো যেন দ্রম্নত বাণিজ্যিক কার্যক্রমে আসতে পারে, এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।'

এর আগে গত বছর ৪ সেপ্টেম্বর নতুন ৫৫টি ব্রোকারেজ হাউস বা ট্রেককে (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) লাইসেন্স দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে