ইউনিয়নপে কাডর্ গ্রহণ করবে সিটি ব্যাংক

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
সিটি ব্যাংক সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহৎ কাডর্ পেমেন্ট কোম্পানি ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে বিশ্বের ৭ বিলিয়নেরও বেশি ইউনিয়নপে কাডর্ সিটি ব্যাংকের অধীনে থাকা দেশের বৃহত্তম পয়েন্ট অব সেলস (পিওএস) নেটওয়াকের্ ব্যবহার করা যাবে। একই সাথে ইউনিয়নপে গ্রাহকরা কিউআর কোড এবং ই-কমাসর্ লেনদেনের সুবিধাও পাবেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও ইউনিয়নপে ইন্টারন্যাশনালের প্রধান নিবার্হী কমর্কতার্ চাই জিয়ানবো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান ও মাহিয়া জুনেদ, হেড অব কাডর্ মাজহারুল ইসলাম, ইউনিয়নপে ইন্টারন্যাশনালের জেনারেল ম্যানেজার - হংকং ও দক্ষিণ এশিয়া লিউ হেনগসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কমর্কতার্রা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি