এসকে ট্রিমসের আইপিও শেয়ার বিওতে জমা আজ

প্রকাশ | ০৮ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোটর্ স¤প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা এসকে ট্রিমসঅ্যান্ড ইন্ডাস্ট্রিজের লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনাসর্ (বিও) হিসেবে আজ রোববার জমা হবে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, কোম্পানিটির আইপিও লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হবে। এর আগে গত ১২ জুন রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি অনুষ্ঠিত হয়। কোম্পানির শেয়ার কিনতে ৪৫৬ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকার বা ৩০ দশমিক ৪৫ শতাংশ আবেদন করেছে বিনিয়োগকারীরা। এর আগে গত ১৪ থেকে ২২ মে আইপিও আবেদন গ্রহণ করা হয়। গত ১০ এপ্রিল কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে আবেদন গ্রহণের সম্মতিপত্র পায়। আর ২০ ফেব্রæয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে।