২১% দর হারিয়েছে পিপলস লিজিং

প্রকাশ | ০৮ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
যাযাদি রিপোটর্ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সাভিের্সস লিমিটেডের দর কমেছে ২১ দশমিক ২১ শতাংশ। এতে কোম্পানিটি সাপ্তাহিক দরপতন তালিকার শীষের্ উঠে আসে। সপ্তাহজুড়ে এ কোম্পানির মোট ৪২ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। জানা যায়, ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা না করায় সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে। সমাপ্ত হিসাব বছরে ব্যাংক-বহিভূর্ত আথির্ক প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১০ টাকা ৯০ পয়সা। আগের বছর এর শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৭৩ পয়সা। আগামী ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে কোম্পানিটির বাষির্ক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকডর্ ডেট নিধার্রণ করা হয়েছে ৭ আগস্ট। এদিকে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আথির্ক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মাচর্ পযর্ন্ত এ কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। এর আগের বছরের একই সময়ে এর শেয়ারপ্রতি আয় ছিল ২১ পয়সা। ডিএসইতে বৃহস্পতিবার শেয়ারটির সবের্শষ দর ৩ দশমিক ৭০ শতাংশ বা ৩০ পয়সা কমে দাঁড়ায় ৭ টাকা ৮০ পয়সায়। সমাপনী দরও ছিল একই।