এসবিএসি ব্যাংক চালু করল ডিজিটাল ওয়ালেট ‘বাংলাপে’

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
লেনদেন পরিশোধ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করল চতুথর্ প্রজন্মের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমাসর্ (এসবিএসি) ব্যাংক। মহান বিজয় দিবসের তাৎপযর্পূণর্ দিবসে ব্যাংকের মতিঝিলস্থ প্রধান কাযার্লয়ে ‘বাংলাপে’ নামক ডিজিটাল অ্যাপ সেবা চালু করেছে ব্যাংকটি। এই অ্যাপসের মাধ্যমে গ্রাহকরা সহজে এক হিসাব থেকে অন্য যেকোনো হিসাবে অথর্ স্থানান্তর, ইউটিলিটি বিল পরিশোধ, দোকান থেকে পণ্য ক্রয়, অনলাইনে টিকিট ক্রয়সহ কিউআর কোডের মাধ্যমে সবধরনের লেনদেন পরিশোধ করতে পারবেন। এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নিবার্হী মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মোহাম্মদ নাওয়াজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদসহ শীষর্ নিবার্হীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি