রেভিনিউয়ে ধারাবাহিকতা রাখতে চায় বিডিকম

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
পুঁজিবাজারের তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড তাদের রেভিনিউর ধারা অব্যাহত রাখতে চায় বলে মন্তব্য করেছেন কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক। কোম্পানিটির ২২তম বাষির্ক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা বলেন। সোমবার রাজধানীর ঝিগাতলায় এএমএম কনভেনশন সেন্টারে এজিএম অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আথির্ক প্রতিবেদন পযাের্লাচনা করে দেখা গেছে এ সময়ে কোম্পানির রেভিনিউ বা আয় হয়েছে ৫৩ কোটি ৪৭ লাখ টাকা। যা আগের বছরের তুলনায় ১ কোটি ৩৭ লাখ টাকা বেশি। গত বছরের একই সময়ে কোম্পানির আয় হয়েছিল ৫২ কোটি ৯ লাখ টাকা। ওয়াহিদুল হক আরও বলেন, আইটি সেক্টরের কোম্পানিগুলোকে ইন্স্যুরেন্স কোম্পানির মতো আয় করতে হয়। হঠাৎ করে এই খাত থেকে আয় করা যায় না। এই খাত থেকে স্থায়ী আয়ের ব্যবস্থা করতে হলে একটি স্থানে সময় দিয়ে পরিকল্পনা মাফিক কাজ করা দরকার। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ ট্কা ৪৫ পয়সা। এদিকে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দঁাড়িয়েছে ১৫ টাকা ৫৫ পয়সা। গত বছরে এনএভি ছিল ১৫ টাকা ২৯ পয়সা। এজিএমে পষের্দর ঘোষিত ৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। এ ছাড়া এজিএমে আরও ৬টি আলোচ্যসূচি (এজেন্ডা) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়। এজিএমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এসএম গোলাম ফারুক, স্বতন্ত্র পরিচালক দাস দিবা প্রসাদ, প্রধান অথর্ কমর্কতার্ (সিএফও) স্বপন কুমার সাহা, কোম্পানি সচিব একেএম কুতুব উদ্দিনসহ আরও অনেকে।